চেক

চেক
যে একদিন আমাকে ছাড়া কিছু বুঝত না, আমাকে ছাড়া কাউকে খুজত না, আমাকে ছাড়া অন্য কাউকে চাইত না, আজ সে কেমন করে আমাকে ভুলে অন্যের সাথে আছে ।সে কেমন করে অন্যকে ভালোবাসছে।সে আজ আমাকে ছেড়ে অন্যের কাছে গেছে হয়তো আমার দোষে । তাকে হয়তো আমি তার মতো করে ভালোবাসতে পারিনি ।তাকে র মতো করে আপন করতে পারিনি ।তবে সে তো জানেনা তাকে আমি কতটা ভালোবাসি ।তার জন্য আজ আমি অঝোর পরিমানে কাঁদছি ।সে ও একদিন কাঁদবে তবে সে কান্না আমার জন্য না
।সে কান্না কাঁদবে সে তার হারিয়ে
যাওয়া ভালোবাসার জন্য ।
সেদিন সে বুঝবে তাকে আমি কতটা ভালোবেসেছিলাম । আর সে আমাকে তার বিনিময়ে কি দিল । সে সেদিন বুঝতে পারবে সে আমাকে ভালোবাসার বিনিময়ে এক বুক যন্ত্রণা দিয়েছে ।যা আমার কাছে এক অমূল্য রতন ।সেটা কখনোই হারিয়ে যেতে পারেনা ।কিন্তু আজও এত কথার মাঝে তাকে একটা কথাই বলতে চাই ।আমি যে তোমাকে বড্ড বেশি ভালবাসি এখনও সোনাই ।

0 Response to "চেক"

একটি মন্তব্য পোস্ট করুন

banner468

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel